আত্রাইয়ে ভটভটি উল্টে চাপা পড়ে যুবকের মৃত্যু, আহত ২

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 7, 2025 - 00:14
 0  3
আত্রাইয়ে ভটভটি উল্টে চাপা পড়ে যুবকের মৃত্যু, আহত ২

নওগাঁর আত্রাইয়ে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে শিমুল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুর ২টার দিকে উপজেলার নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের ভরতেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুইজন।

নিহত শিমুল নওগাঁর রানীনগর উপজেলার সগরাপুর পোয়ানীপাড়া গ্রামের আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ধানের তুষ বোঝাই একটি ভটভটি রানীনগর থেকে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ভরতেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ভটভটিটি উল্টে গিয়ে শিমুল নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ সময় চালক ইয়ামিন ও আরেক যাত্রী বেলাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত শিমুলের মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ভটভটি ও মালামাল সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow