নওগাঁয় আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের সাত সদস্য গ্রেফতার

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 16, 2025 - 12:08
 0  4
নওগাঁয় আন্তঃজেলা বৈদ্যুতিক মিটার চোর চক্রের সাত সদস্য গ্রেফতার

নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি চক্রের সঙ্গে জড়িত আন্তঃজেলা সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই বৈদ্যুতিক মিটার ও চুরির কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ তথ্য জানান। এর আগে শুক্রবার রাতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন—সদর উপজেলার পাহাড়পুর এলাকার লতিফের ছেলে মাসুদ রানা (৩৪), আনন্দনগর এলাকার সামাদ দেওয়ানের ছেলে সঞ্জীব দেওয়ান (৩০), চকরামপুর শিয়ালাপাড়া এলাকার পিন্টু সরদারের ছেলে ইরাক (৩২), চকরামপুর পশ্চিমপাড়া এলাকার সানোয়ারের ছেলে ফায়সাল (৩০), কাঠালতলী ভবানীপুর এলাকার মামুনুর রশিদের ছেলে হাকিম (২৪), আনন্দনগর মৃধাপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে রুবেল (৩২) এবং বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার আত্তাব আলীর ছেলে আব্দুল্লাহ (৩০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে নওগাঁ, জয়পুরহাট ও বগুড়া জেলায় রাতের অন্ধকারে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল সংঘবদ্ধ একটি চোর চক্র। চক্রের সদস্যরা মিটার চুরির পর সেটি ফেরত পেতে চাইলে যোগাযোগের জন্য মিটার বক্সে একটি মোবাইল নম্বর লিখে রেখে যেত। পরে সেই নম্বরে ফোন করলে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা দাবি করত তারা।

সম্প্রতি মহাদেবপুর উপজেলার দোহালী গ্রামের কৃষ্ণ মুরারী গুপ্তর বড় ভাই রাজেস কুমার গুপ্তের মালিকানাধীন জেকে এগ্রো ইন্ডাস্ট্রিজ (রাইস মিল) এবং পরবর্তী সময়ে একই এলাকার ডিপ টিউবওয়েল থেকে বৈদ্যুতিক মিটার চুরি করে চক্রটি। দুটি ক্ষেত্রেই মিটার বক্সে যোগাযোগের জন্য মোবাইল নম্বর লিখে রেখে যায় তারা। পরে ফোন করলে টাকা পাঠাতে বলা হয় এবং টাকা দিলে মিটার ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়।

ভুক্তভোগীরা বিষয়টি বিদ্যুৎ অফিসে জানালে সেখান থেকে পুলিশকে অবহিত করা হয়। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে চক্রের সদস্যদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা বৈদ্যুতিক মিটার চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow