মাগুরায় নারী ও শিশু অধিকার ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মাগুরা সদর উপজেলায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী দুটি পৃথক স্থানে এ আয়োজন করা হয়। সকালে শ্রীপুর সরকারি এমসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে প্রথম পর্বের অনুষ্ঠান এবং বিকালে মাগুরা শহরের নোমানি ময়দানে দ্বিতীয় পর্বের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খানের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। এতে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান।
আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, নারী কর্মী ও সাধারণ নাগরিকরা আলোচনা সভায় অংশ নেন।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ