মাগুরায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 20, 2025 - 14:24
 0  2
মাগুরায় জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫-এর অংশ হিসেবে মাগুরা জেলার ১০ জন জুলাই শহীদের স্মরণে ১০টি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং পরিবেশ সংরক্ষণের বার্তা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, শহীদ ও আহত পরিবারের সদস্যরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “জুলাই শহীদদের আত্মত্যাগ শুধু ইতিহাসের অংশ নয়, তা আমাদের প্রেরণার উৎস। তাঁদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow