পিরোজপুর চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক তার চুরি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Jul 20, 2025 - 14:20
 0  0
পিরোজপুর চীন মৈত্রী সেতুর বৈদ্যুতিক তার চুরি

পিরোজপুরের কঁচা নদীর ওপর নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ল্যাম্পপোস্টের প্রায় ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে সেতুর কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছে। ফলে রাতের বেলা সেতু দিয়ে যানবাহন ও পথচারীদের চলাচল হয়ে পড়েছে ঝুঁকিপূর্ণ।

পিরোজপুর সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ জুলাই) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা সেতুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচ থেকে বৈদ্যুতিক তার কেটে নিয়ে যায়। এ ঘটনার ফলে খুলনা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুর পূর্বাংশে রাতে আলোক স্বল্পতায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু ২০২২ সালের ৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক লাইন মাটির নিচ দিয়ে বসিয়েছিল চীনের নির্মাণ প্রতিষ্ঠান। চুরি হওয়া তার পুনঃস্থাপন কাজ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হবে বলে জানান তিনি।

এদিকে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান। তিনি জানান, আলোকবিহীন সেতু এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow