নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের বাক-প্রতিবন্ধী নারী ধর্ষণ

পিরোজপুরের নাজিরপুরে আশ্রয়ন প্রকল্পের জন্মগত বাক-প্রতিবন্ধী এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (৩১ আগস্ট) ধর্ষক মোঃ মফিজুল সিকদারের (৪০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। নাজিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া ধর্ষককে অভিনব কায়দায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ধর্ষক হলেন উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের উত্তর হোগলা বুনিয়া গ্রামের মৃত সেকেন্দার আলী সিকদারের ছেলে মোঃ মফিজুল সিকদার (৪০)।
থানার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩৫) জন্মগতভাবে বোবা এবং কথা বলতে পারে না। সে শুধুমাত্র ইঙ্গিত বা অঙ্গভঙ্গি দিয়ে যোগাযোগ করতে সক্ষম। এমতাবস্থায় গত ২৭ আগস্ট গভীর রাতে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে থাকা মেহেরুন্নেসার ঘরে প্রবেশ করে ধর্ষক মফিজুল। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়।
নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, "এ ঘটনায় রবিবার (৩১ আগস্ট) থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মেডিকেলের কাজ চলছে। পুলিশ অভিনব কায়দায় আসামিকে আটক করেছে। মোঃ মফিজুল সিকদারকে পিরোজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।"
What's Your Reaction?






