আশুলিয়ায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা

ঢাকা জেলার আশুলিয়ায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারজন কুখ্যাত ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার (৩০ আগস্ট) বিকেল ৩টা ৪৫ মিনিটে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম)-এর নির্দেশনায় ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলো—পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া গ্রামের বাসিন্দা মোঃ আল-আমিন মৃধা (৪০), ফরিদপুরের সদরপুর থানার চরকান্দি গ্রামের মোঃ মামুন বেপারী (৩০), মাদারীপুরের শিবচর থানার শৈল্যা মগরা গ্রামের মোঃ সেন্টু হাওলাদার (৩৫) এবং নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ছোট ফাউসা গ্রামের মোঃ তপু (৩০)।
তাদের দেহ তল্লাশি করে পুলিশ ১টি সুইচ গিয়ার চাকু, ২টি র্যাব লেখা কটি, ১টি ওয়াকিটকি, ১টি লেজার লাইট এবং ১টি নতুন গামছা উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে তারা মাইক্রোবাস ও হাইচ যোগে ঢাকা জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা স্থানে ভুয়া র্যাব পরিচয়ে চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিল।
এছাড়া তাদের মধ্যে আল-আমিন মৃধা ও মামুন বেপারীর বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে। ২০১৯ সালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানায় আল-আমিনের নামে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের হয়। একইভাবে এ বছরের ফেব্রুয়ারিতে মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় মামুন বেপারীর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা দায়ের করা হয়।
গ্রেফতার চারজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
What's Your Reaction?






