ফরিদপুরের শ্রীধাম শ্রী অঙ্গনে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

ফরিদপুরের গোয়ালচামোটে অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গনে পবিত্র রাধাষ্টমী (শ্রীমতি রাধা ঠাকুরানীর) শুভ আবির্ভাব তিথি উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সূচনা হয় ভোর ৪.৩০ মিনিটে মঙ্গলারতি দিয়ে। এরপরে সকাল ৮ টায় শৃঙ্গারাতি অনুষ্ঠিত হয়। দুপুর ১২ টায় বিশেষ পূজা ও ভোগানুরাগের আয়োজন করা হয়। বিকাল ৩ টায় শ্রী শ্রী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়, যা পরিবেশন করেন শ্রী সুবীর ভূষণ বৈদ্য।
সন্ধ্যা ৭ টায় মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই ধর্মীয় আয়োজন উদযাপন করতে অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠান শ্রীধাম শ্রী অঙ্গনের ভক্তজন ও স্থানীয়দের মধ্যে ধর্মীয় অনুভূতি উদ্দীপিত করেছে।
What's Your Reaction?






