সংস্কার বিহীন নির্বাচন নতুন স্বৈরশাসক তৈরি করবে: হাসনাত আব্দুল্লাহ

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Aug 31, 2025 - 19:21
Aug 31, 2025 - 19:32
 0  3
সংস্কার বিহীন নির্বাচন নতুন স্বৈরশাসক তৈরি করবে: হাসনাত আব্দুল্লাহ

"বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে নতুন স্বৈরশাসকের জন্ম হবে। আমাদের পরিণতিও হতে পারে বিগত দিনে তারেক রহমান বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো," এমনই মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় নেতা ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, "বিগত ১৫ বছরে বিএনপি-জামায়াতের নেতারা যে পরিণতির শিকার হয়েছেন, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে আমাদেরও সেই পরিণতি বরণ করতে হতে পারে।"

শনিবার (৩০ আগস্ট) রাতে বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা এনসিপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ দৃঢ়তার সাথে বলেন, "আমাদের দাবি স্পষ্ট—আগে সংস্কার, তারপর বিচার এবং সবশেষে নির্বাচন। কিন্তু বিএনপি চায় শুধু নির্বাচন, যার মাধ্যমে 'জুলাই যুদ্ধে'র সার্থকতা আসবে না।"

সম্প্রতি ভিপি নুরুল ইসলাম নূরের উপর হামলার ঘটনাকে একটি অশনি সংকেত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "পুলিশ বাহিনীর সদস্যরা ৫ আগস্টের পরে সংস্কার কমিশন গঠনের দাবি জানালেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তা আমলে নিচ্ছে না। যদি এই সংস্কার না করা হয়, পুলিশ বাহিনী যে কোনো সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবেই ব্যবহৃত হতে থাকবে। কারণ তাদের শেখানো হয়, ‘বস ইজ অলওয়েজ রাইট’। বসের কথা না শুনলে খাগড়াছড়ি-বান্দরবানের মতো জায়গায় বদলিসহ সব সুযোগ-সুবিধা বন্ধের ভয় দেখানো হয়। তাই পুলিশ সংস্কার কমিশন গঠন করে এই বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা অপরিহার্য।"

নিজেকে ‘রাজাকার’ বলার সমালোচনার জবাবে তিনি বলেন, "আমার জন্ম ১৯৯৮ সালে, আর মুক্তিযুদ্ধ হয়েছিল ১৯৭১ সালে। আমি কীভাবে রাজাকার হলাম? আমরা চাই, জামায়াতে ইসলামী একাত্তরের ভূমিকার জন্য তাদের অবস্থান স্পষ্ট করুক এবং একই সাথে তাদের উপর ঘটে যাওয়া সকল জুলুম-অন্যায়েরও বিচার হোক।"

বিজয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ অঞ্চলের যুগ্ম সিনিয়র মুখ্য সংগঠক মোঃ আতাউল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়ক মোঃ আজিজুল ইসলাম লিটন, যুগ্ম সমন্বয়ক আকিব জাবেদ মুন্না, কেন্দ্রীয় নেতা জিহান মাহমুদ, এস এম সাইফ মোস্তাফিজ, ডাঃ মাহমুদা মিতু সহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow