লামায় যুব অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও তার দলীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানের লামায় যুব অধিকার পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিকেল ৩ টা ৩০ মিনিটে যুব অধিকার পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা ও লামা উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। লামা পৌর বাসটার্মিনাল থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা “হয় লাশ, না হয় ইতিহাস”, “ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের নিবন্ধন বাতিল কর”সহ নানা স্লোগান দিতে থাকেন। বক্তারা বলেন, নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জড়িত পুলিশলীগ ও সেনালীগ নামধারী সন্ত্রাসীদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেফতার করতে হবে। একই সঙ্গে তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন বান্দরবান জেলা যুব অধিকার পরিষদের সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি নুরুল কবির, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। তারা অভিযোগ করে বলেন, “আপোষহীন নেতা নুরুল হক নুরের ওপর হামলায় ছাত্রলীগ জড়িত ছিল কি না, প্রশাসনকে তা তদন্ত করতে হবে।” বক্তারা আরও বলেন, “এই এনজিও মার্কা সরকার আমরা চাই না, ইউনুছ সরকারের পদত্যাগ চাই।”
বিক্ষোভ সমাবেশ শেষে জেলা নেতৃবৃন্দ লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন যুব অধিকার পরিষদের ৪১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে নুরুল আলম সভাপতি, ফিরোজ আলী সাধারণ সম্পাদক এবং মো. হাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
What's Your Reaction?






