ডিজিটাল সহিংসতা প্রতিরোধে থানচিতে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
বান্দরবানের থানচি উপজেলার শান্তিরাজ মিশন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে নারীদের ও কন্যাশিশুদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘১৬ দিনের অ্যাকটিভিজম’ উপলক্ষে আয়োজিত এ দিনব্যাপী কার্যক্রমে শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় নারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচির আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস)। তাদের বাস্তবায়িত “Partnership for Resilient Livelihoods in CHT Region (PRLC)” প্রকল্পটি অর্থায়ন করেছে আন্তর্জাতিক সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ইউরোপীয় ইউনিয়ন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্পের অর্গানাইজার সাঅংসিং মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরাজ মিশন নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোজি মহাত্মা। বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণও বক্তব্যে অংশ নেন।
বক্তারা বলেন, ডিজিটাল মাধ্যমে নারীদের প্রতি হয়রানি, ব্ল্যাকমেইল, ভুয়া ছবি ব্যবহারসহ বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব অপরাধ থেকে রক্ষায় শিক্ষার্থীদের সচেতন থাকা এবং প্রয়োজন হলে আইনগত সহায়তা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা, ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং অনলাইন বুলিং প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের কন্যাশিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে এমন সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চালিয়ে যাবে এনজিওটি। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে জ্যামেটি বক্স পুরস্কার হিসেবে বিতরণ করা হয়।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ