কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Dec 1, 2025 - 16:06
 0  12
কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাঙামাটির কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন ‘কিন্নরী’ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সকালে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। একই দিন কাপ্তাইয়ের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। উপজেলা পরিষদ ও ভবনসমূহ জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং আলোকসজ্জায় সজ্জিত থাকবে।

ঐ দিন সকাল সাড়ে ৮টায় কর্ণফুলী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার, বিজিবি, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে। পাশাপাশি কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন—কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদসহ সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং এনজিও কর্মকর্তারা।

সভায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযথ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow