ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

নানা শ্রেণি-পেশার মানুষের আড্ডাস্থল হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর মুক্তমঞ্চ ও আশপাশ এলাকা সম্প্রতি হয়ে উঠেছিল ময়লার ভাগাড়। নাক চেপেও বসে থাকা দায় - এমন পরিস্থিতিতে আড্ডা জমতে শুরু করেছিল ভাটার টানে।
এই চিত্র পাল্টে দিতে শনিবার (১৯ জুলাই) সকালে স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্নতা অভিযানে নামে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’।
হাতে গ্লাভস, মুখে মাস্ক - বিবেকের তাড়নায় দায়িত্ব নিয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারা শহরের প্রাণকেন্দ্র আখাউড়া পৌর মুক্তমঞ্চ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জি এম রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযানের উদ্বোধন হয়। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন এবং বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়ক সোহানুর রহমান।
আয়োজনে নেতৃত্ব দেন রমজানুল ইসলাম ও রোজিনা আক্তার। সহযোগিতায় ছিল আখাউড়া পৌরসভা।
পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে ইউএনও বলেন, “শহর আমাদের, দায়িত্বও আমাদের। যে শহরে বাস করি, সেটিকে পরিচ্ছন্ন রাখা নাগরিক হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি আরও জানান, আখাউড়ার অন্যান্য ময়লাযুক্ত স্থানসহ শহরের উপর দিয়ে বয়ে যাওয়া কালন্দি খাল দ্রুত পরিষ্কারের উদ্যোগ নেওয়া হবে।
What's Your Reaction?






