মঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
পিরোজপুরের মঠবাড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ ভস্মীভূত হয়েছে।
বুধবার (২২অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে মঠবাড়িয়া পৌর-শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহরের দক্ষিণ বন্দর মহল্লার একটি মার্কেটে আগুন জ্বলতে দেখেন নৈশপ্রহরীরা। খবর পেয়ে এলাকাবাসি ছুটে আসার আগেই ৫টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে মুদি, চায়ের দোকান ও হস্তশিল্প দোকানে মালামাল সম্পূর্ণ ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা আগুনে সর্বশান্ত হয়ে পথে বসে বসেছেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা মো. কালাম মিয়া বলেন, আগুনে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান মালামাল সহ পুড়ে গেছে। আনুমানিক ১৫/২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ