‘পলিসি হ্যাকাথন ২০২৫’-এ চ্যাম্পিয়ন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আইআইডি (Institute of Informatics and Development) ও ইয়ুথ ফর পলিসি আয়োজিত “Education in Times of Transition” শীর্ষক Policy Hackathon 2025-এ চ্যাম্পিয়ন হয়েছে রংপুর জেলার দল ‘Team CareerVerse’। দেশের ২২টি জেলার প্রতিনিধিত্বকারী দলের মধ্যে থেকে বিজয়ী দল হিসেবে তারা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। দলের চার সদস্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ২২টি জেলার অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে ১৫টি দল নির্বাচিত হয় ঢাকায় পাঁচ দিনব্যাপী আয়োজিত রেসিডেন্সিয়াল ক্যাম্পের জন্য। নিবিড় প্রশিক্ষণ শেষে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সোমবার (১৪ অক্টোবর ২০২৫) রাজধানীর বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে।
চ্যাম্পিয়ন দল Team CareerVerse-এর সদস্যরা হলেন-
১. খোকন ইসলাম, পরিসংখ্যান বিভাগ, ১২তম ব্যাচ
২. কাজী রিজওয়ানুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ, ১৩তম ব্যাচ
৩. আফিয়া জামান, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ১৫তম ব্যাচ
৪. আইরিন আক্তার লাবণ্য, ইংরেজি বিভাগ, ১৫তম ব্যাচ
আইআইডি ও ইয়ুথ ফর পলিসির এই হ্যাকাথনের এর মূল লক্ষ্য ছিল দেশের তরুণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত করা এবং শিক্ষাব্যবস্থার রূপান্তরকালে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা। বিজয়ী দল হিসেবে Team CareerVerse তাদের নীতিগত প্রস্তাব ও উদ্ভাবনী ধারণার জন্য বিশেষ স্বীকৃতি অর্জন করে। দলটি শিক্ষা খাতে রূপান্তরকালে তরুণদের নীতিনির্ধারণে ভূমিকা ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে বিচারকদের মুগ্ধ করে।
চ্যাম্পিয়ন দলের সদস্য খোকন ইসলাম বলেন,
“আমরা বিশ্বাস করি, শিক্ষার ভবিষ্যৎ কেবল নীতিনির্ধারকদের হাতে নয়, তরুণ উদ্ভাবকদের হাতেও গড়ে ওঠে। আমাদের এই সাফল্য রংপুর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তরুণদের সক্ষমতার প্রতিফলন।”
দলের আরেক সদস্য আফিয়া জামান বলেন,
“এই প্রতিযোগিতায় জয়ী হওয়া শুধু আমাদের টিমের নয়, বরং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুরের তরুণ প্রজন্মের সাফল্য। আমরা চাই, আমাদের নীতিনির্ধারণমূলক চিন্তাভাবনা ভবিষ্যতের শিক্ষানীতিকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বাস্তবভিত্তিক করতে ভূমিকা রাখুক।”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অর্জনকে রংপুর অঞ্চলের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
What's Your Reaction?






