মাগুরায় জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 15, 2025 - 12:15
 0  3
মাগুরায় জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ

মাগুরার জেলা প্রশাসক, মোঃ অহিদুল ইসলাম, মঙ্গলবার (১৪ অক্টোবর)  মহম্মদপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। দিনব্যাপী এই সফরে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা ও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন।

দিনের শুরুতে জেলা প্রশাসক উপজেলার নহাটা ইউনিয়ন ভূমি অফিস, দীঘা ইউনিয়ন পরিষদ এবং বাবুখালী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি দপ্তরগুলোর নিয়মিত কার্যক্রমের খোঁজখবর নেন এবং সেবার মান ও নাগরিক সুবিধা প্রদানের প্রক্রিয়া পর্যালোচনা করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে, তিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করেন। নারী উদ্যোক্তা উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, "নারীরা সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তাদের আত্মনির্ভরশীল করে তোলা আমাদের দায়িত্ব।"

সফরের শেষভাগে মোঃ অহিদুল ইসলাম বিনোদপুর বসন্ত কুমার বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে "বাল্যবিবাহ, মাদকাসক্তি ও আত্মহত্যা প্রতিরোধ" বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সামাজিক অবক্ষয় রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এই পরিদর্শন ও বিভিন্ন কর্মসূচিতে জেলা প্রশাসকের সঙ্গে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার এবং উপজেলার অন্যান্য দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow