ট্রলি উদ্ধারে গিয়ে নদীতে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
May 25, 2025 - 12:28
 0  3
ট্রলি উদ্ধারে গিয়ে নদীতে চাপা পড়ে চালকের মর্মান্তিক মৃত্যু

মাগুরার শ্রীপুর উপজেলার হানু নদীতে পড়ে যাওয়া ট্রলি উদ্ধারে গিয়ে হেলাল শেখ (২২) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দির বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হেলাল শেখ উপজেলার অমলসার ইউনিয়নের কোদলা গ্রামের বাসিন্দা এবং মন্টু শেখের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে সোনাতুন্দি গ্রামে বালু নামিয়ে ফেরার পথে একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে হানু নদীতে পড়ে যায়। পরে পড়ে যাওয়া ট্রলিটি তুলতে আরও একটি ট্রলি নিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। শিকল ও দড়ির সাহায্যে ট্রলিটি টেনে তোলার চেষ্টা চলাকালে হঠাৎ শিকল ছিঁড়ে যায়। এতে উদ্ধারকারী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং হেলাল শেখ দুটি ট্রলির মাঝখানে পড়ে গিয়ে চাপা পড়েন।

স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow