ইস্কনের বিরুদ্ধে জুমার খুতবায় সচেতনতার আহ্বান, সংগঠনটি নিষিদ্ধের দাবি
র্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কর্তৃক পরিচালিত কথিত হত্যা, গুম, নির্যাতন ও উসকানিমূলক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাহাফফুজে দ্বীন পরিষদ বাংলাদেশ। সংগঠনটি ইসকনের কার্যক্রমকে দেশের ধর্মীয় সম্প্রীতি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে অভিহিত করে একে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং মহাসচিব মুফতী মুস্তাফিজুর রহমান এই উদ্বেগ ও দাবি জানান। বিবৃতিতে তারা বলেন, "ইসকনের নামে দেশে যে ধরনের গুম, খুন এবং উসকানিমূলক ও বিদ্বেষপূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে, তা বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি।"
নেতৃদ্বয় দেশের আলেম সমাজ ও ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি ইসকনের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিশেষ করে, সারা দেশের সকল মসজিদের ইমাম ও খতিবদের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, "আজকের জুমার খুতবায় মুসল্লিদের সামনে ইসকন পরিচালিত এই সন্ত্রাস ও নির্যাতনের বিষয়টি তুলে ধরুন, যাতে সাধারণ মানুষ আসল সত্য জানতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে।"
সরকারের দৃষ্টি আকর্ষণ করে তাহাফফুজে দ্বীন পরিষদ জানায়, "দেশের ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। তারা একের পর এক ঘৃণাবাদী ও জঙ্গি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।"
বিবৃতির শেষে সংগঠনটি দুটি স্লোগান তুলে ধরে-
"হঠাও ইসকন, বাঁচাও দেশ"
"অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোক মুসলিম জাতি"।
What's Your Reaction?
নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ