৩১ দফা বাস্তবায়নে রোয়াংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

সাথোয়াই অং মারমা, রোয়াংছড়ি, বান্দরবানঃ
Oct 24, 2025 - 22:30
 0  4
৩১ দফা বাস্তবায়নে রোয়াংছড়িতে বিএনপির সদস্য সংগ্রহ ও গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে অনুষ্ঠিত হয়েছে সদস্য সংগ্রহ ও গণসংযোগ কার্যক্রম। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার শিশুপার্ক প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এর আগে কচ্ছপতলি এলাকার ওয়াইজশন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রোয়াংছড়ি শিশুপার্কে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং মারমা।

সভায় মো. জাবেদ রেজা বলেন, “তারেক রহমানের নির্দেশে আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও সুশৃঙ্খল দেশ গড়ার লক্ষ্যে কাজ করছি। পাহাড় এখানকার সংস্কৃতির অলংকার, পাহাড়কে বাদ দিয়ে বাংলাদেশ কল্পনাও করা যায় না।” তিনি আরও বলেন, “ইতোমধ্যে পাহাড়ের দুর্গম অঞ্চলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। আমরা ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে চাই, জনগণকেই আমাদের শক্তি হিসেবে নিয়ে এগিয়ে যেতে চাই।”

বক্তারা বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সম্পৃক্ত করেই বিএনপি আন্দোলনকে আরও শক্তিশালী করতে চায়। জনগণের মাঝে দলের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতেই এই সদস্য সংগ্রহ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাইমং, জসিম উদ্দীন তুষার, জেলা বিএনপির সদস্য চনুমং মারমা, মাওসেতুং তঞ্চঙ্গ্যাসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow