বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীকে মারধরের অভিযোগ

মোঃ মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল)প্রতিনিধিঃ
Oct 20, 2025 - 12:52
 0  20
বরিশালের আগৈলঝাড়ায় প্রবাসীকে মারধরের অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সিঙ্গাপুর প্রবাসী এক ব্যক্তিকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে এবং হামলাকারীদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে ১৯ অক্টোবর রাতে আগৈলঝাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী প্রবাসী কামরুল ইসলামের পক্ষে তার ভাই লাভলু মিয়া এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লাভলু মিয়া লিখিত বক্তব্যে অভিযোগ করেন, জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে গত ১২ অক্টোবর উপজেলার বাগধা ইউনিয়নের কলাবাড়ি নামক স্থানে তার ভাই কামরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সাগর হাওলাদারের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই হামলা চালায় বলে তিনি দাবি করেন। হামলায় কামরুল ইসলাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার এখানেই শেষ নয়। লাভলু মিয়া আরও জানান, তার ভাইর ওপর হামলার বিষয়ে জানতে চাইলে গত ১৭ অক্টোবর নতুন হাট ব্রীজের ওপর তার ছেলে সিহাব ইসলাম আসকরের ওপরও চড়াও হয় অভিযুক্ত সাগর হাওলাদার।

লাভলু মিয়া অভিযোগ করে বলেন, "সাগর হাওলাদার নিজে হামলা করেও ক্ষান্ত হয়নি। উল্টো সে সাংবাদিকদের ডেকে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে।" প্রচারিত এই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এই সংবাদ সম্মেলনে লাভলু মিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যাদের মধ্যে মো. বাবুল মিয়া, মো. সত্তার মিয়া, মাসুদ হাওলাদার, লোকমান মিয়া, এবং লিটু মিয়াসহ প্রায় ২০-২৫ জন এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা এই ন্যক্কারজনক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow