সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের পরিবারকে সান্ত্বনা দিতে ছুটে গেলেন শামা ওবায়েদ

নিজ নির্বাচনি এলাকা ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে গিয়ে নিহত শিক্ষকের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের সান্ত্বনা দেন। পরে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন।
নিজের ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় শামা ওবায়েদ লিখেছেন, সালথা উপজেলার কাগদী গ্রামের প্রিয়মুখ, সবার শ্রদ্ধার মানুষ ইব্রাহিম মাস্টার আজ ১৯ তারিখে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আমাদের ছেড়ে চলে গেছেন। তাঁর এই অকাল প্রয়াণে সমগ্র এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আল্লাহ তায়ালা তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করুন-আমিন।
উল্লেখ্য, রবিবার সকাল ১০টার দিকে সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান শিক্ষক এস. এম. ইব্রাহিম শেখ (৪৫)। এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরও তিনজন আহত হন।
নিহত ইব্রাহিম শেখ সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক এবং যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
যোগাড়দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে উপজেলা সদরে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে ফুকরা ঈদগাহ এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি মারাত্মক আহত হন।
সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহী বাসার খালাসী (৩৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত শিক্ষকের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
What's Your Reaction?






