সালথায় শহরের আদলে আল রাফি গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ের নতুন শাখার উদ্বোধন
ফরিদপুরের সালথায় শহরের আদলে আধুনিক মানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে আল রাফি গার্মেন্টস এন্ড বস্ত্রালয় এর নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) আসরের নামাজের পর সালথা বাজারে এক আয়োজনের মাধ্যমে এ শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মালিক মানুনুর রশিদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার তরুণ-যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সর্বশেষ এক দোয়ার মধ্য দিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মালিক মানুনুর রশিদ। তিনি বলেন, সালথার অনেকেই ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় গিয়ে মানসম্মত পোশাক ক্রয় করে থাকেন। তাই এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে শহরের মতো পরিবেশে, সুলভমূল্যে উন্নত মানের পোশাক সরবরাহের লক্ষ্যেই আমরা এই শাখা চালু করেছি।
তিনি আরও বলেন, আমাদের এখানে নারী ও পুরুষ সব ধরনের দেশি-বিদেশি পোশাক পাওয়া যাবে। পাশাপাশি মৌসুমি অফার ও বিশেষ ছাড়ের ব্যবস্থাও থাকবে।
নতুন এই শাখার উদ্বোধনের মাধ্যমে সালথা উপজেলার ক্রেতারা এখন স্থানীয়ভাবেই আধুনিক পোশাক ও বস্ত্রের সবধরনের সংগ্রহ পাবেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
What's Your Reaction?
জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ