আসন্ন সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে দল-মত নির্বিশেষে শামা ওবায়েদের পক্ষে বাড়ছে জনসমর্থন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন তীব্র হচ্ছে। প্রচারণার মাঠে যেমন গতি বাড়ছে, তেমনি ভোটারদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পরিচিত মুখ শামা ওবায়েদ ইসলাম রিংকু।
নগরকান্দা থেকে সালথা- সারা এলাকায় তিনি প্রতিদিনই চালাচ্ছেন গণসংযোগ, পথসভা ও প্রত্যক্ষ মতবিনিময়। সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিচ্ছেন, শুনছেন সমস্যার কথা, জানাচ্ছেন উন্নয়ন পরিকল্পনার দিকনির্দেশনা।
সরেজমিনে: রিংকুর প্রতি জনগণের আস্থা বাড়ছে:
স্থানীয়দের মতে, শামা ওবায়েদ ইসলাম রিংকু শুধু নির্বাচনের সময় নয়, দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। রাজনৈতিক শুদ্ধতা, শিক্ষাগত যোগ্যতা ও সাহসী নেতৃত্বগুণের কারণে তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রেণির মানুষের কাছে একজন গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, “রিংকু আপা সাধারণ মানুষের ভাষায় কথা বলেন। তিনি আওয়াজ তোলেন আমাদের উন্নয়ন আর অধিকার নিয়ে।”
দলীয় নেতৃবৃন্দের অভিমত:
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল বলেন, “রিংকু আপা মানুষের সমস্যাকে নিজের সমস্যা মনে করেন। তিনি মাঠে নেমে মানুষের কথা শোনেন, সাহায্য করেন, পরামর্শ দেন। এমন নেতার জন্যই জনগণ অপেক্ষা করছে।”
নির্বাচনী মাঠে নতুন সমীকরণ:
এলাকাজুড়ে এখন আলোচনার মূল প্রশ্ন- “নগরকান্দা-সালথার প্রতিনিধি হয়ে এবার কে যাচ্ছেন সংসদে?”
বহু রাজনৈতিক বিশ্লেষকের মতে, যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে শামা ওবায়েদ ইসলাম রিংকু এ আসনে বড় চমক দেখাতে পারেন। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা রাজনৈতিক মহলে নতুন সমীকরণ তৈরি করেছে।
দিন যত ঘনিয়ে আসছে, প্রচারের গতি ততই বাড়ছে। আর সেই সঙ্গে স্পষ্ট হচ্ছে- নগরকান্দা–সালথা অঞ্চলে শামা ওবায়েদ ইসলাম রিংকুর পক্ষে জনসমর্থন ধারাবাহিকভাবে শক্তিশালী হচ্ছে, যা নির্বাচনী অঙ্গনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ