রাণীনগরে গ্রামীণ ব্যাংকের গেটের সামনে আগুন
নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের বড়গাছা শাখা অফিসের প্রবেশ গেটের সামনে রহস্যজনকভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে উপজেলার গহেলাপুর এলাকায় অবস্থিত শাখা অফিসের মূল গেটের সামনে দুর্বৃত্তরা এ আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে এতে অফিস বা গেটের কোনো ক্ষতি হয়নি।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে অফিসে এসে গেটের সামনে ধোঁয়া উড়তে দেখে বিষয়টি প্রথম লক্ষ্য করেন শাখা ম্যানেজার মো. লোটাস হোসেন। তিনি জানান, নাইট গার্ড নামাজ পড়তে যাওয়ার সময় গেটের সামনে ছালায় ধোঁয়া দেখতে পান। পরে দ্রুত আগুন নিভিয়ে স্থানটি পরিষ্কার করেন তিনি।
শাখা ম্যানেজার বলেন, “আমাদের হাতে আগুনের একটি ভিডিও এসেছে। ভিডিও দেখে মনে হয়েছে—দুর্বৃত্তরা ইচ্ছাকৃতভাবে গেটের সামনে ছালায় আগুন লাগিয়ে নিজেরাই ভিডিও করেছে এবং ছড়িয়ে দিয়েছে। তবে অফিস বা গেট কোনোটিরই ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এখনো থানায় অভিযোগ করা হয়নি, কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এ বিষয়ে জানতে চাইলে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি অফিসে আগুন লাগার মতো কোনো ঘটনা হয়নি। গেটের সামনে চটে (ছালায়) ধোঁয়া দেখা গেছে মাত্র। মনে হচ্ছে পথচারীর ফেলে দেওয়া বিড়ি বা সিগারেটের আগুন থেকেই ধোঁয়া হয়েছিল।”
স্থানীয়দের মধ্যে ঘটনাটি নিয়ে কৌতূহল তৈরি হলেও কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় স্বস্তি নেমে এসেছে।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ