নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের অর্থায়নে আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 24, 2025 - 18:54
 0  32
নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের অর্থায়নে আত্রাইয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁর আত্রাইয়ে আলমগীর কবির ফাউন্ডেশনের উদ্যোগে এবং নিউইয়র্ক প্রবাসী আশা কবিরের নিজ অর্থায়নে প্রায় দুই কোটি টাকার ব্যয়ে আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় সাহাগোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন এবং আশা কবিরের মেয়ে আলমগীর কবির। তিনি বলেন, “আমার মরহুম দাদীর নামে এই মসজিদ স্থাপন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি আমার জীবনের একটি বিশেষ মুহূর্ত। আশা করি, এই মসজিদ কেবল ইবাদতের স্থান হবে না, বরং এলাকার মানুষের মিলনকেন্দ্র হিসেবেও কার্যকর হবে। আমার বাবা এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ, যারা এই স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করেছেন। সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের এই উদ্যোগ কবুল করেন।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবির। তিনি বলেন, “মসজিদ হলো আল্লাহর ঘর, আর আয়েশা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন একটি পবিত্র ও বরকতময় কাজ। প্রবাসে থেকেও আমার মেয়ে আশা কবির যে জন্মভূমির মানুষের জন্য কিছু করার এবং ধর্মীয় কাজে অংশগ্রহণের প্রেরণা দেখিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এবং সবাই মিলে এর রক্ষণাবেক্ষণে যত্নবান হবেন।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নামাজগড় গাউছুল আজম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল সাত্তার। এছাড়া বক্তব্য রাখেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্থপতি সুজাউল ইসলাম, রানীনগর শেরে বাংলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন প্রথিক, এ্যাডভোকেট জয়নাল আবেদীন, মোজাহারুল হক, রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মো. ইয়াকুব আলী মজনু, রাণীনগর মহিলা দলের সভানেত্রী ফাইমা, রেজা দওয়ান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow