কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 24, 2025 - 18:58
 0  11
কাপ্তাইয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উদযাপন

রাঙামাটির কাপ্তাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহারে অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের হেডম্যান পাড়ায় অবস্থিত জনকল্যাণ বৌদ্ধ বিহারে উৎসব শুরু হয়। বিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উঃ পামোক্ষা মহাথেরো। এ সময় নোয়াপাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পূঞাবংশ মহাথেরো, ওয়াগ্গা সাপছড়ি বৌদ্ধ বিহারের ক্ষেমানন্দ ভিক্ষু, দেবতাছড়ি মহাজনপাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ক্ষেমিন্ডা মহাথেরোসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উৎসব উপলক্ষে ভোর থেকে নতুন পোশাকে সজ্জিত হয়ে শত শত বৌদ্ধ ধর্মপ্রাণ নারী-পুরুষ বিহারে উপস্থিত হন। অনুষ্ঠান শুরু হয় ফুলপূজা, বুদ্ধপূজা, দেশ-জাতিসহ সকল প্রাণীর হিত, সুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা এবং পঞ্চশীল গ্রহণের মাধ্যমে। এরপর বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার, কল্পতরু দান এবং বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদানসহ নানাবিধ দান আয়োজন করা হয়।

সন্ধ্যায় অনুষ্ঠিত হয় হাজার প্রদীপ প্রজ্জ্বলন এবং ফানুস উত্তোলন। ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধ বিহার কমিটির সভাপতি রঞ্জিত কারবারি জানান, যে কাপড় বৌদ্ধ ভিক্ষুরা পরিধান করেন তাকে চীবর বলা হয়। প্রবারণা পূর্ণিমার পরবর্তী ৩০ দিনের মধ্যে একটি বিহারে একদিন এই চীবর দান অনুষ্ঠান করা হয়। সাধারণ সম্পাদক অরুণ তালুকদার জানান, অনুষ্ঠান সম্পন্ন করতে ২৪ ঘণ্টার মধ্যে সুতা থেকে কাপড় বুনে তা প্রস্তুত করতে হয়। এজন্যই এ অনুষ্ঠানকে কঠিন চীবর দান বলা হয়।

সমস্ত মানব জীবনের অন্তরায় দূর হোক—এই কামনায় সমবেত প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow