যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার, অতঃপর গ্রেপ্তার

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Oct 24, 2025 - 16:34
 0  3
যাত্রীবাহী বাসে সুপারভাইজারের ইয়াবা পাচার, অতঃপর গ্রেপ্তার

চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী বাসে পাচারের সময় ৫০০ পিস ইয়াবাসহ বাঁধন পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মাইজদী কোর্ট এলাকার আব্দুল হক ফিলিং স্টেশনের পশ্চিম পাশে চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাহাব উল্লাহ (৩৭)। তিনি বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং ঢাকা মেট্রো-ব-১৪-৯৭৩২ নম্বর বাঁধন পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঁধন পরিবহনের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালনের সুবাদে সাহাব উল্লাহ মাদক পাচার চক্রের সঙ্গে যোগাযোগ গড়ে তোলেন। তিনি চট্টগ্রামের বিভিন্ন উৎস থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাদক কারবারিদের কাছে পৌঁছে দিতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএনসি সদস্যরা তাকে হাতেনাতে আটক করে।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, যাত্রীবাহী বাসের আড়ালে ইয়াবা পাচারের তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। এতে ৫০০ পিস ইয়াবা উদ্ধার এবং বাসের সুপারভাইজার সাহাব উল্লাহকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow