কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন
কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং আগামী ১৫ নভেম্বর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার লক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে ইমাম ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত শ্রীনগর চকবাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর উপজেলা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা ইউনুস কাসেমী দা.বা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামীদ (পীর সাহেব মধুপুর)।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ; মাওলানা আহমদুল্লাহ খান, সভাপতি, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ; মাওলানা হুসাইন আহম্মদ ইছহাকী, সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি মুন্সীগঞ্জ; এবং মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, সহ-সভাপতি, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, মাওলানা জাকির হোসেন, সাধারণ সম্পাদক, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি শ্রীনগরসহ স্থানীয় ওলামায়ে কেরাম, ইমাম ও সুধীজন।
সম্মেলনে বক্তারা বলেন, ইসলাম ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের কোনো স্থান এই ভূখণ্ডে নেই। অতীতে কাদিয়ানীদের কর্মকাণ্ডে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়েছে— ভবিষ্যতে যেন তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বক্তারা কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানান।
এছাড়া, আগামী ১৫ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে শ্রীনগর উপজেলা থেকে সর্বাধিক উপস্থিতি নিশ্চিত করার জন্য সংগঠনের নেতৃবৃন্দ ও ইমামদের দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ