সিরাজদিখানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

"স্বাস্থ্যসেবা সবার অধিকার,শান্তি ও মানবতার অঙ্গিরার" এ শ্লোগানে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ৯ হতে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শাকিল বেপারীর উদ্যোগে মুফতি কামাল হোসেনের পরিচালনায় এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে প্রায় ৩০০ জন মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ১২০ জন রোগী বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. নাহিদ হাসান। এছাড়াও ডায়াবেটিস পরীক্ষা, প্রেসার পরিমাপ ও অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি ও পশ্চিম শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বিক্রমপুর রক্তদান সংস্থার সহ সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান মারুফ এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত থেকে বলেন:-“মানবতার কল্যাণে এগিয়ে আসা আমাদের সবার দায়িত্ব। বিক্রমপুর রক্তদান সংস্থা শুরু থেকে মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। আজকের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে মানুষের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত। প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। সবাই দোয়া করবেন যেন আমরা সবসময় মানুষের পাশে দাঁড়াতে পারি।”
স্থানীয় এলাকাবাসী এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আরো উপস্থিত ছিলেন - বালিগাঁও রক্তদান সংস্থার নেতৃবৃন্দ,বিক্রমপুর রক্তদান সংস্থার সহ সভাপতি বায়েজিদ খান,প্রচার সম্পাদক ফারদিন খান,জনকল্যাণ বিষয়ক সম্পাদক সোহান তালুকদার সহ সদস্য জান্নাত,সুমাইয়া ঈশিকা,আবু সাঈদ,রিফাত তালুকদার,ঝুমা,শাহরিন,সাদিয়া,একরাম,মিয়াদ,সুলতানা,রাসমে আক্তার।
What's Your Reaction?






