আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Oct 4, 2025 - 16:25
 0  40
আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষে বহিষ্কৃত আখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক মোঃ আব্দুর মান্নান আব্বাস, এবং লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব নুর জামান খসরু।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ০৫ আগস্ট ২০২৪ সালের পূর্বে বিএনএম নির্বাচনে অংশগ্রহণের দায়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কৃত কামরুল ইসলাম দাউদ, রামজান, নজরুল, মুশা, আঃ ছালাম (সানাল), হায়দার ও নাজমুলসহ কয়েকজন বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, দাঙ্গা–হাঙ্গামা ও ভয়ভীতি প্রদর্শনের মতো কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, এই বহিষ্কৃতরা বিএনপির নেতা খসবুর রহমান খোকন-এর ছত্রছায়ায় এসব অপকর্ম চালাচ্ছে।

আব্দুর মান্নান আব্বাস অভিযোগ করে বলেন, জাটিগ্রামের রফিক মেম্বারকে অপহরণ করে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। বোয়ালমারীর চাঁদ মিয়া ও দুলু চৌধুরীকে ডাকবাংলোর সামনে মারধর করা হয়েছে। যুবদল আহ্বায়ক মোঃ শাহিন মোল্যাকে থানার সামনে অতর্কিতে আক্রমণ করা হয়। এমনকি বনি আমিন ও উজ্জল শেখকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

তিনি আরও বলেন,খোসবুর রহমান খোকন আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে আলফাডাঙ্গা বণিক সমিতির নির্বাচন কমিটির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। বাজারের মাসিক চাঁদার নামে অর্থ আত্মসাৎ করেছেন, অথচ তিনি নিজে বণিক সমিতির সদস্য নন।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, খসবুর রহমান খোকন এখন বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রশাসনের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাজালাল আলম বলেন, বনি আমিনের দায়ের করা মামলার এজাহার অনুযায়ী তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে আইনগত অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়ে পুলিশ কোনো পক্ষপাতমূলক আচরণ করছে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সম্পূর্ণভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow