শ্রীনগরে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা, চরম ক্ষোভে এলাকাবাসী

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 24, 2025 - 15:22
 0  40
শ্রীনগরে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা, চরম ক্ষোভে এলাকাবাসী

মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারি রাস্তার উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যেতে পারে।

জানা গেছে, দীর্ঘদিন অবহেলিত থাকার পর শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের পশ্চিম কেয়টখালী মাদ্রাসা রোড থেকে কবরস্থান পর্যন্ত প্রায় ৭২৫ মিটার রাস্তার সিসি ঢালাই নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। কয়েক মাস আগে ওই রাস্তায় উন্নয়নকাজ শুরু হলেও সম্প্রতি কাজ বন্ধ হয়ে যায়।

অভিযোগ রয়েছে, এলাকার মৃত আলী হোসেন চৌধুরীর পুত্র শহিদুল ইসলাম ওরফে শহিদ মিস্ত্রি রাস্তার প্রথমাংশের কিছু জায়গা নিজের সম্পত্তি দাবি করে নির্মাণ কাজে বাধা দেন। এমনকি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঠিকাদারকে পক্ষভুক্ত করে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেছেন।

স্থানীয় বাসিন্দা জালাল খালাসী বলেন, “ষোলঘর থেকে হাসাড়া বাজার পর্যন্ত রাস্তাটি ব্রিটিশ আমলের একুয়ার করা রাস্তা। বহু বছর সংস্কার না হওয়ায় প্রায় দশ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি কবরস্থানে লাশ নেওয়ার সময়ও দুর্ভোগ পোহাতে হয় আমাদের।”

ইউপি সদস্য মখদম জানান, “দীর্ঘদিন পর কবরস্থান পর্যন্ত রাস্তাটির সংস্কারের বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু স্থানীয় শহিদ মিস্ত্রি এসে কাজ বন্ধ করে দিয়েছেন এবং আদালতে মামলা করেছেন। এতে পুরো এলাকার মানুষ যাতায়াতে দুর্ভোগে পড়েছেন।”

অন্যদিকে শহিদুল ইসলাম ওরফে শহিদ মিস্ত্রি বলেন, “আমি রাস্তার বিপক্ষে নই। জনগণের সুবিধার জন্য রাস্তা হোক, কিন্তু আমার ব্যক্তিগত জমি দখল করে নয়। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি।”

এ বিষয়ে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রেজাউল করিম বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। যেহেতু মামলা হয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দেখা হবে।”

স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত স্বার্থে উন্নয়ন কাজে বাধা দিয়ে জনগণের মৌলিক সুবিধা থেকে বঞ্চিত করা অন্যায়। দ্রুত সমস্যার সমাধান না হলে রাস্তাটির উন্নয়ন প্রকল্পের অর্থ ফেরত যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow