শ্রীনগরে নির্বাচনি হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের উপর হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের শ্রীনগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শ্রীনগরের জমজম টাওয়ারের সামনে থেকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলনের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন খান।
বিক্ষোভে অংশ নেন উজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, জহিরুল হক মামুন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহিদুল ইসলাম কাড়াল, দপ্তর সম্পাদক শফিউল আলম খান আজম, যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, কৃষকদলের সদস্য শেখ অরুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারী, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, মিন্টু শেখসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভকারীরা দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার ও নির্বাচনি সহিংসতার ন্যায়বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ