আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Dec 13, 2025 - 16:16
 0  4
আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মনোনীত এমপি প্রার্থীর মতবিনিময়

নওগাঁর আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম রেজাউল ইসলাম রেজুর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী উত্তম কুমার প্রামানিক। সঞ্চালনা করেন সজীব কুমার সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই–রাণীনগর) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার নিয়ে বসবাস করবে—এটাই আমাদের প্রত্যাশা। সনাতন ধর্মাবলম্বীসহ দেশের সব ধর্ম ও বর্ণের মানুষের প্রতি আমাদের দলের পক্ষ থেকে সবসময় সহানুভূতি ও সমর্থন থাকবে। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা বিশ্বাসী। আত্রাই–রাণীনগর অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে আমরা কাজ করে যেতে চাই।”

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, “বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা এই অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছি এবং প্রয়োজনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এম এ জলিল চকলেট, যুগ্ম সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা স্থানীয় সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow