শ্রীনগরে জমি নিয়ে বিরোধ: মানববন্ধন শেষে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি দখলের বিরোধকে কেন্দ্র করে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছেন।
সোমবার বেলা ১১টার দিকে উপজেলার পাইলভোগ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতরা হলেন জমির মালিক আনোয়ার মীরবলের ছেলে শ্যামল, লাবিব ও নিজাম মৃধা।
স্থানীয়দের অভিযোগ, মৃত শুকুর আলী মীরবলের জমির ৭৬ শতাংশ নাল অংশ আনোয়ার মীরবলের হেফাজতে দান করা হয়েছিল। পরবর্তীতে আজাহার ও তার ছেলে মাহাবুবসহ কয়েকজন ওই সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। আনোয়ার মীরবল আদালতে মামলা করলেও, প্রতিপক্ষ পুনরায় জমি দখলের চেষ্টা চালায়।
হাজী আব্দুল লতিফ জানিয়েছেন, মানববন্ধন শোনার পর আজাহার ও তার ভাই নোয়াগাড়ী থেকে ঘটনাস্থলে পৌঁছে মানববন্ধনকারীদের উপর হামলা চালায়।
শ্রীনগর থানার এসআই রিপন বলেন, “এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ