পাহাড়ে পিসিজেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 10, 2025 - 16:42
 0  4
পাহাড়ে পিসিজেএসএস প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলার আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতির (জেএসএস) প্রতিষ্ঠাতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম প্রয়াণ দিবস উপলক্ষে থানচি উপজেলায় স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বলিপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গ্রামজুড়ে প্রদক্ষিণ শেষে বলিপাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে স্মরণসভায় মিলিত হয়।

স্মরণসভা সভাপতিত্ব করেন জনসংহতি সমিতি জেএসএস রাজনৈতিক শাখার বলিপাড়া ইউনিয়ন সভাপতি এবং ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী মংক্যসিং মারমা। এছাড়া উপস্থিত ছিলেন বলিপাড়া ইউনিয়নের সহ-সভাপতি সিংথোয়াই উ মার্মা, সদস্য কল্পরঞ্জন চাকমা, শান্তি চাকমা, সদস্য ও ম্যনাই পাড়া কারবারী থোয়াইচিং মং মারমা, উপজেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সিংওয়াইমং মারমা, সদস্য অলিন্দ্র ত্রিপুরা ও মংমং মারমা।

সভায় বক্তারা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা ছিলেন পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের এক অবিসংবাদিত নেতা। তাঁর নেতৃত্ব ও আদর্শ আজও জুম্ম সমাজের প্রেরণার উৎস। বক্তারা আরও উল্লেখ করেন, দীর্ঘদিন শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পার্বত্য এলাকায় আঞ্চলিক সংগঠনগুলোর নামে সংঘাত বাড়ছে। পার্বত্য শান্তি চুক্তির বিরোধী ও পাহাড়িদের স্বার্থপর সকল কার্যক্রম প্রতিরোধ করে পার্বত্য চুক্তির বাস্তবায়নে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।

বক্তারা সমাপনী বক্তব্যে বলেন, “আসুন, আমরা সবাই মানবেন্দ্র নারায়ণ লারমার আত্মত্যাগকে স্মরণ করে তার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই।”

র‍্যালি ও স্মরণসভায় জেএসএস রাজনৈতিক শাখা, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এবং স্থানীয় জনগণ প্রায় ৭০–৮০ জন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow