ফরিদপুরে আইএমও ও রাইটস যশোরের উদ্যোগে সংবাদ সম্মেলন
ফরিদপুরে আইএমও ও এর উদ্যোগে এবং রাইটস যশোরের বাস্তবায়নে সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর শহরের পুলিশ লাইনের বিপরীতে অবস্থিত এবলুম ক্যাফেটেরিয়ায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন আইএমওর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন রাইটস যশোরের প্রদীপ কুমার দত্ত (ডাইরেক্টর প্রোগ্রাম), এস এম আজহারুল ইসলাম (ডেপুটি ডাইরেক্টর), হারুন অর রশিদ (প্রকল্প সমন্বয়কারী, সিনেমারিনা) এবং মফিজুল ইসলাম (ব্যবস্থাপক, এফএসটিআই প্রকল্প)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর এবং প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান জাহিদ রিপন। এছাড়া ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আইএমও ও রাইটস যশোরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বিশেষত বিদেশে গমন ইচ্ছুক যাত্রীদের বৈধ ও সরকারি নিয়ম মেনে বিদেশ যাত্রার দিকনির্দেশনা দেওয়া হয়। তারা সকলকে আহ্বান জানান, পর্যাপ্ত কাগজপত্র সংগ্রহ ও বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ গমন নিশ্চিত করতে।
বক্তারা বলেন, পর্যাপ্ত কাগজপত্র না থাকায় এবং অবৈধভাবে বিদেশে যাওয়া প্রায়শই বিপদ ডেকে আনে। দালাল চক্রের মাধ্যমে গেলে অর্থনৈতিক ক্ষতি, আইনগত জটিলতা এবং কখনও কখনও জেল বা জরিমানা সহ নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও অনেকে বিদেশে গিয়ে ভালো কাজ পায় না এবং মানবিক সংকটে পড়ে।
তারা বিশেষভাবে ইতালি যাওয়া ইচ্ছুকদের সতর্ক করেন, ঝুঁকিপূর্ণ পথে না গিয়ে বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ গমনের পরামর্শ দেন। পাশাপাশি বিদেশ যাত্রার জন্য যে খরচ প্রয়োজন, তা দেশেই বিনিয়োগ করে দেশের উন্নয়নে ব্যবহার করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনের মূল বার্তা ছিল—পর্যাপ্ত কাগজপত্র ছাড়া কেউ বিদেশে যাত্রা করবে না এবং সব বিদেশ যাত্রা হবে বৈধ ও নিরাপদ প্রক্রিয়ায়।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ