রাজবাড়ী-২: ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ বালিয়াকান্দি উপজেলা বিএনপি

আজমল হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি, রাজবাড়ীঃ
Dec 13, 2025 - 15:49
 0  3
রাজবাড়ী-২: ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ বালিয়াকান্দি উপজেলা বিএনপি

দীর্ঘদিন ধরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপি দুইটি ভিন্ন ধারায় বিভক্ত ছিল। এক পক্ষ সাবেক সংসদ সদস্য মোঃ নাসিরুল হক সাবুর নেতৃত্বে কর্মসূচি বাস্তবায়ন করত, আর অন্য পক্ষ মোঃ হারুন-অর রশীদের নেতৃত্বে। রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন নিয়েও অদ্যাবধি শীতল অবস্থান ছিল।

সম্প্রতি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদের নাম ঘোষিত হওয়ায় তিনি মনোনয়ন প্রত্যাশী ও নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ শুরু করেন। এতে রাজনৈতিক কুয়াশা কাটতে শুরু করে এবং হিমশীতল পরিবেশ ধীরে ধীরে গরম হতে থাকে।

শুক্রবার রাতে একাধিক বৈঠকের পর সব পক্ষ একমত হন, ধানের শীষের বিজয়ের লক্ষ্যে বিএনপিকে কোনো বিভক্তি ছাড়া ঐক্যবদ্ধ করার সিদ্ধান্তে পৌঁছান। বৈঠকে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, নবাবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক সহ উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, সকল প্রকার ভেদাভেদ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একত্রে কাজ করা হবে। নির্বাচনী কমিটি ও প্রচার-প্রচারণা সহ সকল কার্যক্রম একসাথে বাস্তবায়ন করা হবে। এরপর রাতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রার্থী মোঃ হারুন-অর রশীদ নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ বলেন, “আজ থেকে উপজেলা বিএনপিতে কোনো গ্রুপিং থাকবে না। আমরা সবাই ধানের শীষের পক্ষে এবং বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আমরা বিশ্বাস করি ধানের শীষ বিজয়ী হবে।”

এদিকে, পাংশা ও কালুখালী উপজেলাতেও বিএনপি সকল বিরোধ ভুলে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়েছে। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলসহ প্রচার-প্রচারণা একসাথে শুরু হয়েছে। এতে দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা প্রকাশ করেছেন নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow