শিক্ষার্থীদের ভালোবাসাই সেরা অর্জন, অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন গুণী শিক্ষক

ফুলের শুভ্রতা, শ্রদ্ধার উষ্ণতা আর ভালোবাসার অশ্রুতে এক অবিস্মরণীয় বিদায় নিলেন একজন গুণী শিক্ষক। দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনের ইতি টেনে ফরিদপুরের ভাঙ্গায় কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা বেলী আহমেদকে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায় জানানো হয়।
বুধবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের চোখেমুখে ছিল কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর বিদায়ের বিষণ্ণতা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মনিরুজ্জামান মুন্সী এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন, চিন্তা হরন সাহা, মোঃ খালেদুর রহমান, আশিকুর রহমান ও গুলশান আরা বেগম।
বক্তারা বেলী আহমেদের শিক্ষাপ্রেম, নিষ্ঠা ও আদর্শিক ভূমিকার প্রশংসা করে বলেন— তিনি ছিলেন বিদ্যালয়ের আলোকবর্তিকা, শিক্ষার্থীদের অনুপ্রেরণা এবং সহকর্মীদের নির্ভরতার নাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা ফুল, ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে প্রিয় শিক্ষিকাকে বিদায় জানান। বিদ্যালয়ের পক্ষ থেকেও তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয়।
এক আবেগঘন মুহূর্তে বিদায়ী শিক্ষক বেলী আহমেদ বলেন, “এই বিদ্যালয় আমার দ্বিতীয় পরিবার। ছাত্র-ছাত্রীদের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।”
এভাবেই ফুলেল শুভেচ্ছা আর অশ্রুসিক্ত নয়নে এক নিরহংকারী, আদর্শবান শিক্ষককে বিদায় জানালো ভাঙ্গার শিক্ষাঙ্গন।
What's Your Reaction?






