জুলাইয়ের ৫২ শহীদের স্মরণে আশুলিয়ায় নির্মিত হচ্ছে ৫২টি স্মৃতিস্তম্ভ

জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মৃতিকে চির অম্লান রাখতে ঢাকার সাভারের আশুলিয়ায় নির্মিত হতে যাচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। যেসব স্থানে শহীদদের রক্ত ঝরেছে, সেসব স্থানেই মাথা উঁচু করে দাঁড়াবে এই স্মৃতিস্তম্ভগুলো। ঐতিহাসিক এই উদ্যোগের অংশ হিসেবে ইতিমধ্যে জেলা পরিষদের পক্ষ থেকে ৫২ জন শহীদের জন্য ৫২টি স্থান নির্বাচনের কাজ শুরু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) দুপুরে আশুলিয়ার বিভিন্ন স্থানে গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য স্থান চিহ্নিত করা হয়। এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে শহীদদের পরিবারের সদস্যরা বলেছেন, দেশের জন্য জীবন উৎসর্গ করা বীরদের স্মৃতিকে কালের সাক্ষী হিসেবে বাঁচিয়ে রাখা সকলের দায়িত্ব। এই স্মৃতিস্তম্ভগুলো জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে অবিস্মরণীয় করে রাখবে।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইয়ের প্রধান সমন্বয়ক তামিম খান জানান, "আগামী ৫ আগস্ট ফ্যাসিবাদ পতন দিবসে এসব স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। এখন পর্যন্ত ৩৯টি স্থান নির্বাচন করে লাল বৃত্ত দেওয়া হয়েছে। আমাদের কাছে ৫২ জন শহীদের তালিকা রয়েছে এবং সবগুলো স্থান চূড়ান্ত হলেই নির্মাণকাজ শুরু হবে।"
স্থান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার এবং আশুলিয়া থানার ওসি (অপারেশন) সফিকুল ইসলাম সুমনসহ অন্যান্য কর্মকর্তারা।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে এমন একটি উদ্যোগকে এলাকাবাসী, আহত ব্যক্তি এবং শহীদদের পরিবারবর্গ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে।
What's Your Reaction?






