মাগুরার মহম্মদপুরে বিএনপির নির্বাচনী শোডাউন — তারুণ্যের কণ্ঠে ‘ধানের শীষ’ স্লোগান

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 22, 2025 - 15:37
Jul 22, 2025 - 18:01
 0  4
মাগুরার মহম্মদপুরে বিএনপির নির্বাচনী শোডাউন — তারুণ্যের কণ্ঠে ‘ধানের শীষ’ স্লোগান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মাঠে নেমেছে বিএনপি। সোমবার (২১ জুলাই) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

“তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” এই শ্লোগানে রাজপাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় দুপুর থেকেই নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন। তারেক রহমান, কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়নের প্ল্যাকার্ড হাতে নিয়ে উৎসাহী কর্মীরা সভাস্থলে উপস্থিত হন।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ রবিউল ইসলাম নয়ন।

পথসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এস এম ইউনুস আলী, রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামিমুল হক (শ্যামল মৃধা), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন শিকদার সজিব, সদস্য সচিব মোঃ রজব আলী, কলেজ ছাত্রদলের সভাপতি শামিম শিকদার ও সাধারণ সম্পাদক পিয়াল হাসান প্রমুখ।

পথসভা শেষে মোঃ রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে একটি বিশাল মিছিল রাজাপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow