বাঁচার লড়াইয়ে শিশু সাইমুন — সহানুভূতির অপেক্ষায় অসহায় মা

অস্বাভাবিক বড় মাথা, কাঁপতে থাকা হাত-পা, খেতে না পারা — এমনই ভয়ংকর শারীরিক সমস্যায় ভুগছে মাগুরার মহম্মদপুর উপজেলার শিরগ্রামের ৪ বছরের শিশু সাইমুন। জন্ম থেকেই নানা রোগ-জটিলতায় ভোগা শিশুটিকে নিয়ে দিশেহারা তার পরিবার।
মায়ের কোলে কাতর সাইমুনকে নিয়ে চিকিৎসকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সুফল পাননি মা আফরোজা খাতুন। শিশুটির অবস্থা এখন আরও সংকটাপন্ন। স্থানীয় চিকিৎসকরা জানিয়েছেন, সাইমুনের মস্তিষ্কে পানি জমেছে — যার কারণে তার মাথা অস্বাভাবিক বড় হয়ে গেছে। দ্রুত অস্ত্রোপচার ছাড়া বাঁচানো সম্ভব নয়।
শিশুটির নানা আব্দুল হাই মিয়া জানান, প্রায় ১৫ বছর আগে শৈলকুপার ভাটুরিয়া গ্রামের ভ্যানচালক সাগর মন্ডলের সঙ্গে তার মেয়ে আফরোজার বিয়ে হয়। এরপর জন্ম নেয় সাইমুন। জন্মের সময় থেকেই তার মাথার আকৃতি স্বাভাবিক ছিল না। যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও কোনো উন্নতি হয়নি।
অভাব-অনটনের সংসারে স্বামীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলছে আফরোজার। সন্তানের চিকিৎসা ব্যয় জোগাতে না পেরে ভেঙে পড়েছেন তিনি। আফরোজা বলেন, "আমার ছেলেটা স্বাভাবিকভাবে হাঁটতে পারে না, খেতে পারে না। মাঝে মাঝে বাবা-মা ডাক দিলেও কিছু মনে রাখতে পারে না। আমি চাই, আমার সন্তান বেঁচে থাকুক — সুস্থ হয়ে উঠুক। সমাজের সহৃদয়বান মানুষদের কাছে সাহায্যের আবেদন জানাই।"
এ বিষয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবু আহসান বলেন, "শিশুটির উন্নত চিকিৎসা জরুরি। অবহেলা করলে ঝুঁকি আরও বাড়বে।"
What's Your Reaction?






