মাগুরা-২ আসনে কাজী সালিমুল হক কামালের মনোনয়নের দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের সমাবেশ
মাগুরা-২ আসনে আলহাজ্ব কাজী সালিমুল হক কামালের মনোনয়নের দাবিকে কেন্দ্র করে শালিখায় হয়েছে এক বিশাল জনসমাবেশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজ মাঠে পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের ঢল নামে। মুহূর্তেই কলেজ মাঠ পরিণত হয় উপচেপড়া জনসমুদ্রে।
গীতাপাঠ ও মাল্যদান পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। পরে মূল আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও মাগুরা–২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সালিমুল হক কামাল। তিনি বলেন, “আমাকে ভোট দিলে চাকরির জন্য কাউকে এক টাকা দিতে হবে না। হিন্দু–মুসলিম, নারী–পুরুষ, বিবাহিত–অবিবাহিত—কোনো ভেদাভেদ থাকবে না। বেকার যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শালিখা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস।
সমাবেশে বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোজাফফর হোসেন টুকু, বিএনপি নেতা রমেশ মন্ডল, বরইচরা অভয়াচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি অনুপ কুমার শিকদার, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতা অরুপ সাহা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ কাইজার হোসেন, শালিখা থানা যুবদলের আহ্বায়ক মুন্সি সোহেল রানা, মহম্মদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলোম বাচ্চু এবং মাগুরা-২ আসনের বিভিন্ন ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন বুনাগাতী পূজা উদযাপন ফ্রন্টের নেতা অলিপ কুমার বিশ্বাস।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ