মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে মাগুরার মহম্মদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 22, 2025 - 12:48
 0  5
মেধাবী প্রজন্ম গড়ার প্রত্যয়ে মাগুরার মহম্মদপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গর্বিত অভিভাবকদের তৃপ্তির হাসি আর শিক্ষার্থীদের চোখে ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন— এমনি এক আনন্দঘন ও প্রেরণাদায়ক পরিবেশে মাগুরার মহম্মদপুরে অনুষ্ঠিত হলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। "কর্মক্ষমতা ভিত্তিক অনুদান প্রকল্পের" আওতায় এই আয়োজন ছিল ভবিষ্যতের কারিগরদের স্বীকৃতি দেওয়ার এক অনন্য প্রয়াস।

সোমবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। উপজেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট, নগদ অর্থ এবং সনদপত্র তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (ডিএনসি স্কিম) মোঃ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) কাজী শফিউল আলম এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক কিশোর কুমার দাস।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মহম্মদপুর উপজেলা শাখার আমির মোঃ নুর আহমেদ, সরকারি আর.এস.কে.এইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল ইসলাম, কাজী সালিমা হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইউনুস আলী সরদার এবং নহাটা এজি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অভিভাবকবৃন্দ, কৃতি শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow