কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জামান ট্রেডার্স ফুটবল একাদশ যশোর জয়ী

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 22, 2025 - 13:07
 0  2
কৃষি বিজ্ঞানী ড.আলী আফজাল ফুটবল টুর্নামেন্টে জামান ট্রেডার্স ফুটবল একাদশ যশোর জয়ী

তারুণ্যকে মাদক থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনার মহৎ লক্ষ্যকে সামনে রেখেই মাগুরার মহম্মদপুরের শহীদ আহাদ-সুমন মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচ। ৮-দলীয় কৃষি বিজ্ঞানী ড. আলী আফজাল ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রেখেছিল যশোরের জামান ট্রেডার্স ফুটবল একাদশ ও কামারখালীর রাজীব স্পোর্টস একাডেমি। তবে শেষ হাসি হাসল যশোরের দলটিই। সোমবার (২১ জুলাই) বিকালে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস লড়াইয়ে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা।

ড. আলী আফজাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হলো যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে একটি মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে উৎসাহিত করা। এই মহৎ উদ্দেশ্যকে ঘিরে আয়োজিত ম্যাচগুলো দেখতে স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

মাঠের উত্তেজনাপূর্ণ এই লড়াই উপভোগ করতে এবং খেলোয়াড়দের উৎসাহ জোগাতে গ্যালারিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের মধ্যে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কাবুল, বিশিষ্ট সমাজসেবক মোঃ জিয়াউল হক বাচ্চু, সহকারী অধ্যাপক মোঃ অছিউজ্জামান বুলবুল, কৃতি ফুটবলার ও সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মুস্তাফিজুর রহমান নান্নু, বালিদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম, সিনিয়র শিক্ষক নাইমুল হুদা, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল এবং আয়োজক কমিটির অন্যতম সদস্য মেহেদী হাসান সবুজ সহ আরও অনেকে।

এই টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow