মহম্মদপুরে পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Sep 18, 2025 - 12:22
 0  1
মহম্মদপুরে পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন

মাগুরার মহম্মদপুরে উৎসবমুখর পরিবেশে উপজেলা পল্লী চিকিৎসক সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ধোয়াইল রুস্তম মেডিকেল হলে আয়োজিত এ সম্মেলনে বাবুল আহমেদকে সভাপতি এবং অজয় কুমার বিশ্বাসকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম দীপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা পল্লী চিকিৎসক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু বক্কার টোকন, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল পারভেজ।

কাউন্সিলে বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকায় নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়ে। সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন ও বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক পদে অজয় কুমার বিশ্বাস ও আমিনুর রহমান (বাদশা) এবং সাংগঠনিক সম্পাদক পদে নাঈম হাসান (বাবলু) ও আমিনুর রহমান (বাদশা) প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে ভোটগ্রহণ শুরুর পূর্বে সভাপতি পদ থেকে বীর মুক্তিযোদ্ধা তিলাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদ থেকে আমিনুর রহমান (বাদশা) তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিলে পরিস্থিতি পাল্টে যায়। ফলে, বাবুল আহমেদ সভাপতি এবং অজয় কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

তবে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নাঈম হাসান (বাবলু) ২৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুর রহমান (বাদশা) পান মাত্র চার ভোট।

উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে পল্লী চিকিৎসকদের অংশগ্রহণে এই কাউন্সিল এক মিলনমেলায় পরিণত হয়। নতুন নির্বাচিত নেতৃবৃন্দ আগামী তিন বছরের জন্য সমিতির দায়িত্ব পালন করবেন এবং পল্লী চিকিৎসকদের মানোন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow