শ্রীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) উপজেলার কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমের মাধ্যমে রোপা আমন, তাল, সবজি, আম ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যাণার্জী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন, “এই প্রণোদনা কর্মসূচি কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এটি টেকসই কৃষির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।” তিনি সরকারের কৃষিবান্ধব নীতির কথা উল্লেখ করে কৃষকদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
What's Your Reaction?






