পিআর পদ্ধতি ও স্থানীয় নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ জামায়াত ও গণঅধিকার পরিষদ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 1, 2025 - 23:21
 0  2
পিআর পদ্ধতি ও স্থানীয় নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ জামায়াত ও গণঅধিকার পরিষদ
পিআর পদ্ধতি ও স্থানীয় নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ জামায়াত ও গণঅধিকার পরিষদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন ব্যবস্থা ও স্থানীয় সরকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভা শেষে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের সাংবাদিকদের জানান, “দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা, ঐকমত্য কমিশনের সুপারিশ ও জনগণের অধিকার আদায়ে ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আশা করি, জাতীয় সংকট মোকাবেলায় দুই দল একসঙ্গে কাজ করবে।”

তিনি বলেন, “সব দলকে সমানভাবে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে স্থানীয় সরকার ব্যবস্থার অকার্যকারিতা নিয়ে উদ্বেগ জানিয়ে জাতীয় নির্বাচন পূর্বেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি তোলা হয়েছে। এসব দাবি না মানা হলে সব একমত দলগুলোকে নিয়ে সরকারবিরোধী কর্মসূচি ঘোষণা করা হবে।”

জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি ফ্যাসিবাদবিরোধী বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ও গণঅধিকার পরিষদ। এতে ইসলামী দলসহ মতাদর্শগতভাবে ঘনিষ্ঠ দলগুলোকেও যুক্ত করার প্রস্তাব গৃহীত হয়েছে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর সভায় বলেন, “জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের মাধ্যমেই জনগণের স্বার্থরক্ষা সম্ভব।” তিনি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সভায় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে, গণঅধিকার পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নূরুল হক নূর, মুখপাত্র ফারুক হাসান এবং উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিলউজ্জামান, আব্দুজ জাহের, হাবিবুর রহমান রিজু ও রবিউল হাসান।

সভা শেষে উভয় দল ভবিষ্যতে ধারাবাহিক সংলাপের মাধ্যমে জাতীয় রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow