কুবিতে ইএলডিসি’র সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

আলী আকবর শুভ, কুবি প্রতিনিধি, কুমিল্লাঃ
Jul 1, 2025 - 23:28
 0  4
কুবিতে ইএলডিসি’র সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অন্যতম সহশিক্ষা সংগঠন ‘অন্ট্রপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব’ (ইএলডিসি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম ‘জেনারেল মেম্বার রিক্রুটমেন্ট ৪.০’ শুরু করেছে। মঙ্গলবার (১ জুলাই) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে স্থাপিত তথ্য বুথ থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বুথটি খোলা থাকবে।

ইএলডিসি’র সভাপতি শাহরিয়ার আলম সাফল্য বলেন, “আমরা বিশ্বাস করি, যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে বাস্তব অভিজ্ঞতা ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে। ইএলডিসি সেই পথচলায় একটি নির্ভরযোগ্য সহযাত্রী হিসেবে কাজ করছে।”

সাধারণ সম্পাদক কাজী যুহায়ের আনান লাজিম জানান, “আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তুলতে চাই, যেখানে দক্ষতা অর্জন সবার জন্য উন্মুক্ত ও সহজলভ্য হবে। সেই লক্ষ্যেই আমাদের সব কার্যক্রম বিনামূল্যে পরিচালিত হয়।”

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে ইএলডিসি ৪৫টিরও বেশি সফল আয়োজন সম্পন্ন করেছে। এসব কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা প্রায় ৬ হাজার ৫০০ জন। ‘ম্যানেজমেন্ট ট্রেইনি’ কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ নিয়েছেন ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী। শুধু গত ১০ মাসেই ক্লাবটি ৪১টি নতুন পার্টনারশিপ গড়ে তুলেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow