জামায়াতের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি

অনলাইন ডেস্কঃ
Dec 28, 2025 - 18:12
 0  4
জামায়াতের সঙ্গে সমঝোতা প্রসঙ্গে নাহিদ ইসলামকে ১৭০ নেতার চিঠি
ছবি : সংগৃহিত

জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে চলমান আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন মোড় নিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ রাজনীতি। যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে জোট বা আসন সমঝোতার পক্ষে সমর্থন জানিয়ে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন ১৭০ জন নেতা-কর্মী।

এর আগে, জামায়াতের সঙ্গে জোট গঠনের সম্ভাবনায় আপত্তি জানিয়ে দলের কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা চিঠি দিয়েছিলেন। সেই ঘটনার একদিনের মাথায়, রবিবার পাল্টা চিঠি দিয়ে আহ্বায়ককে পূর্ণ সমর্থন জানালেন এই বিপুল সংখ্যক নেতা-কর্মী।

আসন সমঝোতার পক্ষে দেওয়া চিঠিতে স্বাক্ষরকারীরা উল্লেখ করেন, দলীয় ও জাতীয় স্বার্থ রক্ষা এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যায়, তবে তাতে তাদের পূর্ণ সমর্থন থাকবে।

চিঠিতে দলের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলা হয়, নির্বাহী কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে আহ্বায়ক ও সদস্যসচিব জোট বা নির্বাচনী সমঝোতা সংক্রান্ত যে সিদ্ধান্তই গ্রহণ করবেন, নেতা-কর্মীরা তার প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।

চিঠিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আপনার দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে এনসিপি একটি সময়োপযোগী, গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ সিদ্ধান্তে উপনীত হবে। এই সিদ্ধান্ত দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে এবং জনগণের আস্থা সুদৃঢ় করবে।’

এর আগে গত শনিবার, এনসিপির কেন্দ্রীয় কমিটির ৩০ জন নেতা জামায়াতে ইসলামীসহ ৮ দলীয় জোটের সঙ্গে রাজনৈতিক জোট বা আসন সমঝোতার আলোচনার বিষয়ে স্পষ্ট আপত্তি জানিয়ে আহ্বায়ককে চিঠি দেন।

ওই চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয় যে, জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের জোট এনসিপির নৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। একইসঙ্গে, এটি দলের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেন তারা। দলের যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে এই নীতিগত প্রশ্নটি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়েছিল সেই চিঠিতে।

একই ইস্যুতে দলের অভ্যন্তরে পাল্টাপাল্টি এই চিঠি চালাচালি এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক গতিপথ নিয়ে কৌতূহল সৃষ্টি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow