মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত সেই রায়হান জামিল

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 28, 2025 - 18:15
 0  5
মনোনয়নপত্র জমা দিলেন আলোচিত সেই রায়হান জামিল
ছবি: দৈনিক খোলাচোখ

১০ টাকায় ইলিশ মাছ, ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ২ টাকা কেজি দরে চাল বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগে আলোচিত রায়হান জামিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুর-৪ (ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় রায়হান জামিল বলেন,মানুষের মৌলিক অধিকার, ন্যায্য মূল্য এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজনীতিতে এসেছেন। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।

‎উল্লেখ্য, মুফতি রায়হান জামিল দীর্ঘদিন ধরে ফরিদপুর-৪ আসনে সমাজসেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে পরিচিত মুখ। তিনি বিভিন্ন সময়ে ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন। গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ মাছ, ৩০ নভেম্বর ১ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজি দরে চাল বিতরণ করে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেন।

‎এছাড়াও নির্বাচনী গেট ও ব্যানার ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু হাতে মিছিল এবং গভীর রাতে দরিদ্র মানুষের ঘরে ঘরে এক বস্তা চাল ও নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়ার ঘটনা জনমনে ব্যাপক সাড়া ফেলে। এসব মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ফরিদপুর-৪ আসনে ইতোমধ্যেই একজন আলোচিত ও জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।

‎জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ করে গত ১১ ডিসেম্বর তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। নির্বাচনী প্রচার শুরু হবে আগামী ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow